ডাঃ লুৎফর রহমান

ডাঃ লুৎফর রহমান

মৃত্যু : 31st March 1936

বই সংখ্যা: 2

বায়োগ্রাফি: বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি মুসলিম সমাজে যে রেনেসাঁর সূচনা হয়েছিলো ডাঃ লুৎফর রহমান তার বিশিষ্ট চিন্তানায়ক ছিলেন। তিনি একজন বাংলাদেশী সাহিত্যিক ও মানবতাবাদী। তিনি মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২১ সালে কৃষ্ণনগর হোমিওপ্যাথিক কলেজ থেকে এইচ.এম.বি ডিগ্রী লাভ করেন। হোমিওপ্যাথি চিকিৎসা করে ‘ডাক্তার সাহেব’ নামে জনসাধারণের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। লুৎফর রহমানের সাহিত্য সাধনা শুরু হয়েছিল কবিতার মাধ্যমে। ১৯১৫ সালে চল্লিশটি কবিতা নিয়ে তার প্রথম এবং একমাত্র কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। পরে তিনি অসংখ্য প্রবন্ধ, কিছুসংখ্যক উপন্যাস, কিছু শিশুতোষ সাহিত্য, ছোটগল্প, কথিকা ইত্যাদি রচনা করেন। তার কিছু অনুবাদ কর্মও পাওয়া যায়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো- উন্নত জীবন, মহৎ জীবন, উচ্চ জীবন, মানব জীবন, ধর্ম জীবন, রানী অহিংসা, রাজপথ, অমাবস্যা।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader