মোহিতলাল মজুমদার

মোহিতলাল মজুমদার

জন্ম : 26th October 1888

মৃত্যু : 26th July 1952

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: ১৮৮৮ সালে পশ্চিবঙ্গের নদীয়ায় জন্মগ্রহণ করেন মোহিতলাল মজুমদার। তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক। গভীর অন্তর্দৃষ্টি, নিপুণ বিশ্লেষণ ও ভাষা তাঁর সাহিত্যকর্মগুলোকে ধ্রুপদী সাহিত্যে উন্নতি করেছেন। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করে তিনি ক্যালকাটা হাইস্কুলে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯২৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও সংস্কৃত বিভাগে লেকচারার পদে যোগদান করেন এবং ১৯৪৪ সালে অবসরে যান। বাংলা কাব্যে বিদেশী শব্দ, বিশেষ করে আরবি-ফারসি শব্দ প্রয়োগে মোহিতলালের বিশেষ কৃতিত্ব ছিল। কাব্য বিচারে তিনি পঞ্চাশ-উত্তীর্ণ রবীন্দ্রনাথের কবিতাকে বিশেষ মর্যাদার চোখে দেখেননি। শনিবারের চিঠিতে তাঁর লেখা প্রবন্ধগুলো ছিল খড়গহস্ত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: আধুনিক বাংলা সাহিত্য, বাংলা কবিতার ছন্দ, কবি শ্রীমধুসূদন, সাহিত্য বিচার, বাংলা ও বাঙালী ইত্যাদি। ১৯৫২ সালে মৃত্যুবরণ করেন তিনি।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader