জগদীশ গুপ্ত

জগদীশ গুপ্ত

জন্ম : 5th July 1886

মৃত্যু : 15th April 1957

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: ভারতীয় উপমহাদেশের অন্যতম বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার জগদীশ গুপ্ত। কবি হিসেবে তিনি আত্মপ্রকাশ করলেও ছোট গল্পকার-রূপে বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন। গল্প ও উপন্যাসের ক্ষেত্রে প্রকাশভঙ্গির স্বাতন্ত্র্যের জন্য সাহিত্যিক মহলে বিশিষ্ট স্থান পেয়েছিলেন। গভীর জীবনবোধ, সুঠাম কাহিনিবিন্যাস ও চরিত্রচিত্রণের নৈপুণ্যে তার ছোটগল্প সমৃদ্ধ হয়েছে। মনোবৈকল্য ও মনোবিশ্লেষণ ও দুঃখময়তার নিপুণ বর্ণনায় তার শিল্পকর্ম এক অসাধারণ সৃষ্টি। তার উল্লেখযোগ্য গল্প হলো বিনোদিনী, রূপের বাহিরে, মেঘাবৃত অশনি প্রভৃতি। উল্লেখযোগ্য উপন্যাস হলো অসাধু সিদ্ধার্থ, লঘুগুরু, নিষেধের পটভূমিকায় প্রভৃতি। একমাত্র কবিতা-সংকলন রয়েছে অক্ষরা। ১৮৮৬ সালে তিনি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর কুষ্টিয়া ত্যাগ করে কলকাতায় গমন করেন ও সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। ১৯৫৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2025 All Rights Reserved

loader