চন্দ্রশেখর মুখোপাধ্যায়
জন্ম : 27th October 1849
— মৃত্যু : 19th October 1922
বই সংখ্যা: 1
বায়োগ্রাফি: চন্দ্রশেখর মুখোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। পত্রিকায় প্রকাশিত তাঁর প্রবন্ধগুলো নিয়ে ১৮৮৫ সালে ‘সারস্বত কুঞ্জ’ নামে একটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো- উদ্ভ্রান্ত প্রেম, মশলা বাঁধা কাগজ, সারস্বত কুঞ্জ, স্ত্রী-চরিত্র, কুঞ্জলতার মনের কথা, রামবসুর বিরহ, মৃন্ময়ী, রসসাগর।