কায়কোবাদ

কায়কোবাদ

মৃত্যু : 21st July 1951

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি, যাকে মহাকবিও বলা হয়। ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি কবি নজরুল সরকারি কলেজে ভর্তি হন এবং প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেন। মাত্র তেরো বছর বয়সে কায়কোবাদের প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত হয়। তাঁর কাব্যসাধনার মূল উদ্দেশ্য ছিল পশ্চাৎপদ মুসলমানের অতীত ঐতিহ্য সম্পর্কে সচেতন করা এবং তা পুনরুদ্ধারে উদ্বুদ্ধ করা। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, যার প্রকাশ ঘটেছে তাঁর বিভিন্ন রচনায়। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে: কুসুম কানন, অশ্রুমালা, মহাশ্মশান, শিব-মন্দির, অমিয়ধারা, শ্মশান-ভস্ম ও মহরম শরীফ ইত্যাদি। মহাশ্মশান কাব্যগ্রন্থের জন্য তাঁকে মূলত মহাকবি হিসেবে আখ্যায়িত করা হয়। সম্প্রতি বাংলা একাডেমী কায়কোবাদ রচনাবলী (৪ খণ্ড) প্রকাশ করেছে। ১৯৫১ সালে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader