ফাহিমা রহমান পান্না

ফাহিমা রহমান পান্না

জন্ম : 16th December 1974

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: জন্ম ১৯৭৪ সালের ১৬ই ডিসেম্বর, ঢাকার লালবাগ।গ্রামের বাড়ী নওগাঁ জেলার মহেশরুর গ্রামে। ছেলেবেলা কাটে ঢাকাতইে। লেখাপড়া শুরু হয় ধনমন্ডির কাকলি হাই স্কুলে। স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু। ১৯৯১ সাল লেখায় আরেকটু মনোনিবেশ করেন। ‘এমন জীবন’ নামের একটি কবিতা দৈনিক মিল্লাত পত্রকিায় প্রকাশতি হয়। ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে খাদ্য ও পুষ্টি বিষয়ে মার্স্টাস সমপন্ন করেন। ২০০৩ সালে ধানমন্ডি ল’কলজেে এল.এল.বি –তে র্ভতি হন এবং এল.এল.বি সম্পন্ন করনে। ২৭ শে জানুয়ারি ২০১১ সালে তিনি ঢাকা বার এ্যাসনেয়িশেনের সদস্য পদ গ্রহণ করনে। বর্তমানে তিনি ঢাকার জজ কোর্টে একজন সিনিয়র আইনজীবরি সাথে প্র্যাকটিস করছনে। ভালবাসা মানে, মনে পড়ে, স্পর্শ, কোনটা সত্য, কঠিনই ছিলাম, বিশ্বাস শ্রদ্ধা ও ভালবাসা বন্ধন, অহংকার, অন্যকউে, চলে গেছো, অপক্ষো, বলতে পারো কেন?, তুমি আসবে বল, কষ্ট একাকত্বি ভালবাসা ইত্যাদি উল্লখেযোগ্য কবতিা। ২০০৩ সালে তার বড় ভাইয়ের অস্বাভাবকি মৃত্যুতে তিনি আরো কিছু কবিতা লেখেন। তার মধ্যে সোনার ছেলে, ভাই যে আমার, বেজোড়া, ছেলেটি সেদিন, বুকের রক্ত ঝরে, ঘুম, জন্ম দুঃখী তিনমাস, কষ্ট, উল্লেখযোগ্য।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader