অদ্বৈত মল্লবর্মণ

অদ্বৈত মল্লবর্মণ

জন্ম : 1st January 1914

মৃত্যু : 16th April 1951

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: অদ্বৈত মল্লবর্মণের জন্ম তৎকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়ীয়ায়। ছোটবেলাতেই তিনি বাবা-মাকে হারান। বর্তমান ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদরে অবস্থিত ‘অন্নদা উচ্চ ইংরেজী বিদ্যালয়’ থেকে ১৯৩৩ সালে ১ম বিভাগে ম্যাট্রিকুলেশন ডিগ্রি অর্জন করেন। আর্থিক সঙ্কটের কারণে কুমিল্লা জেলার ভিক্টোরিয়া কলেজে কিছুদিন আই.এ ক্লাসে অধ্যয়ন করার পরও পড়াশুনা ছেড়ে দেন। তাঁর ‘তিতাস একটি নদীর নাম’ বাংলা সাহিত্যের অমর সৃষ্টি। উপন্যাসটি সর্বপ্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়। এ উপন্যাস অবলম্বনে ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক চলচ্চিত্র নির্মাণ করেন। উপন্যাসে যে মৎসজীবী মানুষদের কাহিনী উঠে এসেছে তিনি সেই ‘মালো’ সম্প্রদায়েরই একজন। তিনি সাধারণ মানুষদের মাঝে মিশে তাদের আপন করে নিয়েছেন। জেলেদের সংগ্রামী জীবন, তিতাস ও তার দু’কূলের মানুষের জীবনযাত্রাকে তিনি স্পর্শ করেছেন বুকের গভীর থেকে। তাঁর রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে- ‘এক পয়সায় একটি’, ‘সাদা হাওয়া’, ‘সাগরতীর্থে’, ‘নাটকীয় কাহিনী’, ‘দল বেঁধে’, ‘রাঙামাটি’, ‘জীবনতৃষ্ণা’ ইত্যাদি।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader