মধুমিতা চক্রবর্ত্তী
জন্ম : 19th April 1959
বই সংখ্যা: 6
বায়োগ্রাফি: জন্ম ৫ই বৈশাখ, ১৩৬৬। এক জীবনের জন্য দু'বার জন্ম নিয়েছেন বলে বিশ্বাস করেন তিনি। একবার ঊনিশশ ঊনষাটে, আরেকবার একাত্তরে। একাত্তরের চেতনায় মানুষ হয়ে উঠার নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জন্মস্থান যদিও চাঁদপুর-এ, কিন্তু বেড়ে উঠেছেন সিলেটে। প্রতিথযশা চা-বিজ্ঞানী পিতার কর্মসূত্রে তাঁর শৈশব, কৈশোর এবং যৌবনের অধিকাংশ সময় কেটেছে সিলেট জেলার ছোট্ট-সুন্দর মফঃস্বল শহর শ্রীমঙ্গলের অদূরে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের নিজস্ব গন্ডীতে। লেখাপড়া করেছেন শ্রীমঙ্গল বালিকা বিদ্যালয়, এম সি কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে । জীবনের প্রায় পঁচিশটা বছর প্রাণবন্ত সবুজের মধ্যে ডুবে থেকে অনাগত জীবন সংগ্রামের জন্য প্রাণশক্তি সঞ্চয় করেছেন। নদী নয়, অবারিত সবুজের কাছেই তিনি ঋণী। পেশায় তিনি শিক্ষক। পড়ানোর বিষয় উদ্ভিদবিজ্ঞান। ছাত্ররা তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। একেবারে শৈশব থেকেই সাহিত্যের প্রতি রয়েছে বংশানুক্রমিক অনুরাগ। ছাত্র জীবনে কবিতা লিখতেন। পরিচিত পরিমন্ডলে কবি হিসেবে কিছুটা সুখ্যাতিও আছে।