সংক্ষিপ্ত বিবরন : তিনি কিংবদন্তি অভিনেতা, নায়ক। ‘নায়করাজ’ যার উপাধি। সেই চিরচেনা রাজ্জাক সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘নায়করাজ রাজ্জাক’। এটি একটি প্রামাণ্য গ্রন্থ। এখানে আছে নায়করাজের শৈশব-কৈশোর-তারুণ্যের দিনগুলি, জীবনসংগ্রাম, নায়ক হিসেবে আত্মপ্রকাশ ও পর্যায়ক্রমে সেরা হয়ে ওঠার গল্প। রয়েছে তাঁর সেরা চলচ্চিত্র, সেরা গানের কথা। তাঁর নায়িকা ও পরিচালকদের প্রসঙ্গও উঠে এসেছে বিশদভাবে। চলচ্চিত্রে যেসব কণ্ঠশিল্পীর গানের সঙ্গে তাঁর ঠোঁটের মেলবন্ধন ঘটেছিল- রয়েছে তাঁদের কথাও। পরিচালক বা প্রযোজক হিসেবেই বা কেমন ছিলেন পরিচালক রাজ্জাক!