সংক্ষিপ্ত বিবরন : এই রহস্যময় স্থানটি হলো উত্তর বার্মার ঘন জঙ্গলে। ছোট একটি হ্রদ। লর্ড মাউন্ট-ব্যাটেন যার নামকরণ করেছিলেন দ্য লেক অব নো রিটার্ন— যে হ্রদ থেকে ফেরা যায় না। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই অঞ্চলে একটি রাস্তা তৈরি হয়েছিল। ১৯৪৩ সালে এই রাস্তার কাজ শুরু হয়। তখনই এই রহস্যময়দের কথা জানা যায়। প্রকাশিত হয় এই অলৌকিক ক্ষমতার কথা। সেখানে যেসব মিলিটারি কনভয় পাঠানো হতো, লেকের কাছাকাছি পাঙস পাস পার হওয়ার পরপরই সেগুলো অদৃশ্য হয়ে যেত। এই ভুতুড়ে ঘটনার কথা জানার পর অনেকেই আতঙ্কিত হয়েছিল। দেখা গেল— একজন জাপানি সৈনিক সে হ্রদ পেরিয়ে আসতে পারেনি। ওই লেক অঞ্চলে অদৃশ্য হতে থাকার কারণে জাপান আর নতুন করে ওই পথে সেনাবাহিনী পাঠায়নি। এখনো ওই অঞ্চলের অলৌকিক রহস্যের সমাধান কেউ বের করতে পারেনি।