সংক্ষিপ্ত বিবরন : প্রকৃতির অপার সৌন্দর্যের আবরণে আবৃত এবং সমৃদ্ধশালী পার্বত্য রাঙ্গামাটি জেলা। অধিবাসীগণ বৈচিত্রময়, তবে অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। প্রকৃতির উপর নির্ভরশীলতা তাদেরকে বানিয়েছে আরোসহজ ও সরল প্রকৃতির মানুষ! পাহাড়ের গভীর অরণ্যের অদ্ভুত সৌন্দর্যের সাথে কর্ণফুলী হ্রদের নীল জলের সমন্বয়ে এখানকার নৃ-বৈচিত্র্য জীবন হয়েছে অত্যন্ত ঐতিহ্যপূর্ণ। এই পাহাড়ের মূল্যবান সম্পদ ও সৌন্দর্য দূরবর্তী মানুষদের এখানে টেনে নিয়ে আসে বেড়ানোর প্রবল আকর্ষণে। পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকদের প্রবল আগ্রহ থাকে এখানকার নানা বিষয়ে জানার জন্য।