সংক্ষিপ্ত বিবরন : ভরা বর্ষায়ও খুব সকালবেলা নদীর ওপর এক ধরনের পাতলা কুয়াশা পড়ে। টুকু আর আমি ডেকে দাঁড়িয়ে তাই দেখছি। দীঘিরপাড় লাইনের লঞ্চগুলো ছোট ছোট। আপার ক্লাস নেই। সারেংঘরের সঙ্গে ছোট একটা খুপরি থাকে। ভদ্রলোক উঠলে খাতির করে বসতে দেয় ওখানে। আমরা সেই খুপরিতে জায়গা পেয়েছি! টুকু তাই সকাল থেকে খুব খুশি। একটা কথাই ঘুরেফিরে কতবার যে বলছে...