সংক্ষিপ্ত বিবরন : কবি মারুফুল ইসলামের রচনা বৈচিত্র্য ও বৈভবে বিপুল। তাঁর কাব্যপ্রবাহ এক খরস্রোতা নদী। বাঁধনহারা। দুকূলপ্লাবী। লক্ষ্যাভিসারী। সৃষ্টিশীলতার বরপুত্র তিনি। সময়ের অগ্রণী দূত। বয়ে নিয়ে আসেন নিত্যনতুন বার্তা- হৃদয়ের, মননের, জীবনের। তাঁর কবিতা ক্রমাগত খুলে দিতে থাকে অজানা অচেনা সব দরজা।