সংক্ষিপ্ত বিবরন : বিশিষ্ট ব্যবসায়ী গগন চৌধুরি। তার নানামাত্রিক জীবনে রমণী ও ঐশ্বর্যের প্রাচুর্য ছিল বেশ। পোড়খাওয়া গগন সময়টাকে বশে আনতে গিয়ে বৈধ-অবৈধ নানারকম কাজে যুক্ত হন। তার বিচিত্র চলার পথে গলি-ঘুপচি ধরে অনিবার্যভাবে আসে প্রেম। একদিন নিজের বাড়িতে নিহত হন ব্যবসায়ী গগন চৌধুরি। খুন নাকি আত্মহনন! ডিটেকটিভ অলোকেশ একটি আগ্নেয়াস্ত্র ক্রয়ের সূত্রে এই কেসের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ইন্সপেক্টর নাজিরের ধারণা, অলোক তাকে খুন না করলেও কিছু একটা সংশ্লেষ তার ছিলই। গগন চৌধুরি কেসে প্রায় ফেঁসেই যাচ্ছিল অলোকেশ। খুব কাছের বান্ধবী ও বিশিষ্ট আর্কিটেক্ট উর্বী ওরফে জলপিপি এসে দাঁড়ায় ওর পাশে...নতুন বাঁক নেয় ঘটনাপ্রবাহ...