সংক্ষিপ্ত বিবরন : কবি নির্মলেন্দু গুণ কে বলা হয় বাংলা আধুনিক কবিতার প্রাণ পুরুষ। তিনি তার কলমের আঁচড়ে অক্ষরের প্রজাপতি উড়িয়েছেন কবিতার খাতার পাতায় পাতায়। গত কয়েক দশক ধরেই একের পর এক কবিতার সোনালী ফসল তিনি পাঠকদের উপহার দিচ্ছেন। তাঁর ‘বাৎস্য়ায়ন’ কাব্যগ্রন্থটিতেও রয়েছে এর ছোঁয়া। বইটিতে তিনি মানুষের প্রেম ও কামের চিত্রপট এঁকেছেন। মানুষের মনের উথাল-পাতাল ঢেউ, আকাশ ছোঁয়ার স্বপ্ন, কল্পনার ফানুস উড়িয়ে প্রেয়সীর ঠোঁটে চুমু খাওয়া কিংবা প্রেমে মোহাচ্ছন্ন হয়ে থাকা মানুষের মনজাগতিক গল্পের ভিন্নরকমের গল্প তৈরি করেছেন। বইটি পড়ে পাঠক প্রেমানন্দে দুলবেন বলে কবির আশাবাদ।