সংক্ষিপ্ত বিবরন : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯২ খ্রিস্টাব্দে রচনা করেন ‘একরাত্রি’র গল্প। নোয়াখালি বিভাগের কোনো এক ছোট শহরে অবস্থিত এক এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারের নিভৃত জীবনের দীর্ঘশ্বাস উত্তম পুরুষে বর্ণিত হয়েছে ‘একরাত্রি’ গল্পে। গল্পের নায়ক বাল্যসঙ্গিনী সুরবালাকে কাছে পেয়েও বোঝেনি, তার প্রেমকে উপেক্ষা করেছে বিশালের হাতছানিতে, তাকে মনে করেছে ‘বিশেষ অবহেলার পাত্র’ হিসাবে। পরে রামলোচনের ঘরণী হিসাবে সুরবালাকে তার বেদনার্ত স্বগতোক্তি – “যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা খুঁড়িয়া মরিলেও একবার চক্ষে দেখিবার অধিকারটুকু পাইবে না।”