
সংক্ষিপ্ত বিবরন : আমাদের সবারই কিছু না-বলা কথা থাকে। কিছু অনুচ্চারিত অনুভূতি, যেগুলো কাউকে বলা যায় না—বা বলা যায় না ঠিক যেভাবে বলতে চেয়েছিলাম। ‘বলা যায় না’ গল্পটি সেই অনুভবের পরতগুলোকে ছুঁয়ে যায়, যেখানে সম্পর্ক মানে শুধু সংলাপ নয়—নীরবতা, ভুল বোঝাবুঝি, পুরনো স্মৃতি আর নতুন আকাঙ্ক্ষার মিশেল। একটি ফোনকল, একটি দেখা, একটি দুপুর—সবকিছুর ভেতর দিয়ে গড়ে ওঠে এক ঘন আবেগময় গল্প, যা খুব সহজ ভাষায় বলে দেয় হৃদয়ের গভীর সত্য।




















