সংক্ষিপ্ত বিবরন : হেলাল হাফিজের ‘যে জলে আগুন জ্বলে’ গ্রন্থটিতে রাজনীতির পাশাপাশি স্থান পেয়েছে পরিশুদ্ধ প্রেম, চিরায়ত নারী, ব্যক্তিগত হতাশা, স্বপ্নকাতুরতা, গ্রামীণ ও নগর জীবনের স্বপ্ন ভঙ্গ ও স্বপ্ন ফিরিয়ে আনার আহ্বান। ফাগুনের আগুন শিখার মতোই কবিতাগুলোতে কবিকে পাওয়া যায়। একই সাথে দেখা যায়, রাজপথের স্লোগানে- যুবক, বিদ্রোহী, কষ্টের ফেরিওয়ালা কিংবা কোনো কিশোরীর প্রেমিক রূপে।