সংক্ষিপ্ত বিবরন : আলী ইমাম, বাংলা সাহিত্যের শিশু-কিশোরদের প্রিয় এক নাম। বিজ্ঞানের নানা কল্প কাহিনী ও দুঃসাহসিক অভিযানের বিভিন্ন গল্পের মাধ্যমে তিনি দেশের অগনিত শিশু-কিশোরদের সুন্দর মানবিক, যুক্তিশীল ও আনন্দময় জীবন বিকাশে সহায়তা করছেন। ‘অ্যাডভেঞ্জার সমগ্র-৩’-ও এর ব্যতিক্রম নয়। বইটি প্রকৃতি ও বিজ্ঞানের নানান বিস্ময়কর তথ্য ও উপকরণ দিয়ে সাজানো হয়েছে। শুধূ শিশু কিশোরই নয়, যে কোনো বয়েসী পাঠকের জ্ঞানই সমৃদ্ধ করতে সহায়তা করবে বলেই আশা করা যায়।