সংক্ষিপ্ত বিবরন : লেখক হিসেবে তিনি হিন্দু-মুসলমান সকলের কাছে সমানভাবে সমাদৃত। তিনি বিশ্বাস করতেন যে, হিন্দু ও মুসলমান সম্মিলিতভাবে একটি সর্বভারতীয় জাতীয়তাবাদ নির্মাণ করতে সক্ষম হবে। এস. ওয়াজেদ আলীর রচনায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধের পরিচয় পাওয়া যায়। সামগ্রিকভাবে এ গ্রন্থে বিষয়গত কোনো ঐক্য নেই। দেশি ও বিদেশি, পূর্ব-পশ্চিমের বিভিন্ন বিষয়ের লেখা এ গ্রন্থে আছে বলেই এই গ্রন্থের নাম ‘প্রাচ্য ও প্রতীচ্য’।