সংক্ষিপ্ত বিবরন : বনহুর শান্ত গম্ভীর কণ্ঠে বললো, মি. জন, এবার আপনি মুক্ত। যেতে পারেন, বাইরে আপনার গাড়ী অপেক্ষা করছে। মি. জন ক্রুদ্ধকণ্ঠে বললো, তুমি কে? আর কেনই বা আমাকে এভাবে ভূগর্ভে আটকে রেখেছিলে? দস্যু বনহুর কি পারবে মহাচক্রকে শেষ করতে? পারবে কি তার ভালোবাসার মানুষ নূরীকে বাঁচাতে?