সংক্ষিপ্ত বিবরন : মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন রুমি। এজন্য জাহানারা ইমাম হচ্ছেন ‘শহীদ জননী’। রুমির সঙ্গে বাবার পরিচয় ছিল। ঢাকার কোনও কোনও গেরিলা অপারেশানে একসঙ্গে ছিলেন তারা। ঢাকায় পাকিস্তানিরা আত্মসমর্পণ করল, তারপর বাড়ি ফিরেছিলেন বাবা। দাদা তাঁকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘আমি তোর জন্য গর্ব করি। যদি তুই ফিরে নাও আসতি, যদি দেশের জন্য তুই তোর প্রাণ দিতি, শহীদ হতি, তাও আমি তোর জন্য গৌরববোধ করতাম। ভাবতাম, দেশের স্বাধীনতার জন্য আমার ছেলে শহীদ হয়েছে।’ তারপর দাদা বলেছিলেন, ‘দেশ স্বাধীন করেছিস, এখন নতুন করে গড়ে তোল দেশ। মানুষ তৈরি কর।...’