সংক্ষিপ্ত বিবরন : শুভ্র প্রথমে তার ভাগনের চোখে ‘হিমু মামা’ হয়ে উঠতে শুরু করে। এরপর ধীরে ধীরে পরিবারের অন্য সদস্যদের কাছেও সে অদ্ভূত আচরনের যুবক ‘হিমু’ হিসেবে প্রতিষ্ঠা পায়। কিন্তু সে নিজে মনে করে সে পুরোপুরি হিমু হয়ে উঠতে পারেনি, এ জন্য অধ্যবসায় প্রয়োজন। শুভ্রকে হিমু হয়ে উঠতেই হবে কেন? লজিক কী! হুমায়ূন আহমেদের অনবদ্য উপন্যাস 'হিমু মামা'। প্রিয় পাঠক, আপনি প্রবেশ করছেন হিমুর পাগলামির জগতে, যেখানে আছে যুক্তি ও যুক্তি খণ্ডনের অন্যরকম এক খেলা।