সংক্ষিপ্ত বিবরন : অ্যান ফ্র্যাঙ্ক জার্মান কিশোরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানির হিটলার গণহত্যায় মেতে ওঠেন তখন অ্যান ফ্র্যাঙ্ক পালিয়ে ছিলেন। আর সেই সময় লিখেছেন ডায়েরি; যাতে একদিকে গণহত্যার বিভীষিকা অন্যদিকে বেঁচে থাকার আকুতি প্রকাশ পেয়েছে। তার ডায়েরি বর্বরতার বিরুদ্ধে যুদ্ধের প্রতীক। পলাতক থাকার সময় অ্যান ফ্র্যাঙ্ক রোজনামচা লিখতেন। পরে অনাহারে ও রোগে ভুগে বন্দিশিবিরে মারা যান।