সংক্ষিপ্ত বিবরন : ইস যদি শালা সাপের মতো হতে পারতাম। তাহলে, তাহলে, বুঝলেন বাবাজী, সমাজের অবলা মানুষগুলোকে নিয়ে যারা খেলছে, দেশের বস্তাপচা রাজনীতি, ঘুণে ধরা ঝক্কা মারা সমাজ ব্যবস্থা, ফোরটুয়েন্টি অর্থনীতি, এক কথায় দেশটাকে যারা সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে, মানুষকে করে তুলেছে কুকুর-বেড়ালের মতো মূল্যহীন, আমাদের মতো কিছু যুবককে করেছে অন্ধকারের জীব, তাদের প্ৰত্যেককে খুঁজে খুঁজে দংশাতাম। যে যেখানে আছে, সব শালাকে।