সংক্ষিপ্ত বিবরন : ‘আলোর একটা যমজ বইন আছিল। ওর মায় মরণের দুই বছর পর বইনটাও পানিতে ডুইবা মইরা যায়। মা মরণে দুঃখ পাইলো, বইন মরণেও দুঃখ পাইলো। তখন থিকা মাথাটা আউলা। তার মধ্যেও লেখাপড়া করতো। কেলাশ নাইনে উইঠা ছাইড়া দিল। এমনে বহুত ভাল মাইয়া। সবার লগে মিলমিশ দিয়া চলে, বাড়ির কাম কাইজ করে। ছিট উঠলে সব উলটাপালটা।’ পড়ুন একাকী, লড়াকু তরুনী আলোর গল্প।