সংক্ষিপ্ত বিবরন : কবিতার মোহন বাঁশির সুরে যেন উড়ে বেড়াচ্ছে অক্ষরের প্রজাপতি। নির্মলেন্দু গুণের এ বইয়ের কবিতাগুলোতে কখনো প্রেম কখনো বিরহের ঝংকার বেজেছে। পাঠকমন অজান্তেই ব্যক্তিগত প্রেম-বিরহের স্রোতে ভাসবেন। প্রেমের বাইরে দেশমাতৃকার চিত্রও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবি।