সংক্ষিপ্ত বিবরন : শিশু সাহিত্যিক আলী ইমামের ‘অ্যাডভেঞ্চার সমগ্র-২’ মূলত প্রকৃতি ও পাখি বিষয়ক রচনা। অ্যাডভেঞ্চার কাহিনীর মাধ্যমে বর্ণিত হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক প্রেক্ষাপটে পাখিদের আবাস, জীবনযাপন পদ্ধতি, স্বভাব, অতিথি পাখি, বিলুপ্ত এবং সংকটাপন্ন পাখি। এছাড়াও রয়েছে প্রাগৈতিহাসিক পাখি, পাখিদের প্রতি মানুষের আচরণ, সংরক্ষণ, করণীয় এবং দেশী বিদেশী নানা উদ্যোগ ও গবেষণা সম্পর্কিত নানা তথ্যাবলী। বইটি ছয়টি গল্প এবং দুটি উপন্যাসের সমন্বয়ে সজ্জিত। এটি একাধারে যেমন শিক্ষামূলক অন্যদিকে সচেতনতামূলক। এছাড়া গল্প এবং রচনার স্বাদ তো আছেই।