সংক্ষিপ্ত বিবরন : নির্মলেন্দু গুণ কবি হিসেবে বেশ জনপ্রিয়। তিনি গল্প, প্রবন্ধ, অনুবাদও করেছেন। এঁকেছেন ছবি। ‘ভ্রমি দেশে দেশে’ বেশ তথ্যসমৃদ্ধ ভ্রমণকাহিনি। জাপান ও ভারত ভ্রমণের স্মৃতি, এই দুই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সমকালীন শিল্প-সাহিত্য এবং মানুষের জীবন যাপনের চিত্র উপস্থাপিত হয়েছে।