সংক্ষিপ্ত বিবরন : ধবধবে সাদা এক ধরনের পাউডার। লোকে বলত খাবার সোডা। এই খাবার সোডা তাৎক্ষণিকভাবে আলসারের ব্যথা কমিয়ে দিত। ব্যথা উঠলেই বাবাকে দেখতাম এক বা দু’ আনা দিয়ে এক পুরিয়া সোডা কিনে আনাচ্ছেন। আমরাই কোনও না কোনও ভাইবোন গিয়ে কিনে আনতাম। ওই জিনিস মুখে ফেলে ঢকঢক করে এক গ্লাস পানি খেতেন বাবা। সঙ্গে সঙ্গে ব্যথা কমত তার, কিন্তু মাকে দেখতাম ওই নিয়ে মুখ ঝামটাচ্ছেন। কারণ মা নাকি জেনেছেন এই সোডা আসলে এক ধরনের বিষ। নিয়মিত খেলে পাকস্থলী পচে যায়।