সংক্ষিপ্ত বিবরন : আমাদের ছিল বারো শরিকের বাড়ি। বারোঘরের মানুষদের জন্য একখানা উঠান। পুড়ে বাড়িটা যখন চিতাখোলা হয়ে গেল, চিতাখোলায় মানুষ থাকে কী করে? নতুন করে ঘর উঠাবার সামৰ্থ্যও নাই কারও। যে যেদিকে পারে, যার বাড়িতে পারে গিয়ে আশ্রয় নিল। আশপাশের গ্রামের মুসলমানরাই জায়গা দিল আমাদেরকে। আর সেই ফাঁকে বাবা যে কাণ্ডটা হলো, কী বলব, আমাদের বারো শরিকের বাড়িটা, পুরো বাড়িটাই বেদখল হয়ে গেল।