সংক্ষিপ্ত বিবরন : তিতি, মিতি ও প্যাক চরিত্রের মাধ্যমে গল্পে উঠে এসেছে শিশুদের শিক্ষণীয় বিষয়। শিশুরা অনুকরণপ্রিয়। কোমলমতি শিশুরা প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে পরিবার থেকে। এক্ষেত্রে মা বিশেষ ভূমিকা রাখে; যা গল্পে সুন্দরভাবে গাঁথুনি পেয়েছে। অনেক সময় মায়ের দেওয়া নিয়মকানুন ও শাসনে শিশুরা দুঃখ পায়। তারা তখন মাকে ভুল বুঝে মন খারাপ করে। অথচ মায়ের শাসনের মধ্যেই লুকিয়ে থাকে অকৃত্রিম ভালোবাসা।