সংক্ষিপ্ত বিবরন : এই দীর্ঘ প্রবন্ধটি ১৮৫০ সালে ‘তত্ত্ববোধিনী' পত্রিকায় প্রকাশ হয়। ইংরেজদের অত্যাচার-পীড়িন, শোষিত সাধারণ কৃষক-প্রজাদের আর্থিক দুরবস্থার বাস্তব ও মর্মস্পর্শী বর্ণনা এই রচনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে বিদেশি শাসকদের হাতে হাত মিলিয়ে এদেশীয় উপশাসকরা কীরকম নৃশংসভাবে কৃষকদের শোষণ করেছে, তারও একটি বর্ণনা পাওয়া যাবে এই প্রবন্ধে। প্রবন্ধে যে পর্যবেক্ষণ শক্তি ও বিশ্লেষণনৈপুণ্যের পরিচয় পাওয়া যায়, কালের বিচারে এমন সাহসের পরিচয় সত্যিই দুর্লভ।