সংক্ষিপ্ত বিবরন : কান্নাভেজা চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল মফিজের। বেশ দিশেহারা হলো সে। কী রেখে কী করবে খানিক যেন বুঝতেই পারল না। তারপর হাত দুটো ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বুকের কাছে তুলে বিনীত গলায় বলল, ‘আমার আর কিছু বলার নাই সাহেব। পারলে আপনে আমারে একটু দয়া কইরেন। আমার মাইয়াটার নাম পায়রা। আমি মফিজ মিয়া, গেরাম মাইজপাড়া। যুদি দুইটা কলম লেইখা দেন। মাইয়াটা ফিরত পাইলে আমি সাহেব আপনের লেইগা দুইহাত তুইলা আল্লার কাছে দোয়া চাইমু।’