সংক্ষিপ্ত বিবরন : হরিপদ ও শ্যামাপদ দুই ভাই, পেটুকের মতো খেতে পছন্দ করে। তারা লুকিয়ে লুকিয়ে অখাদ্য খেয়ে প্রায়ই পেটের পীড়ায় ভোগে। রাতের বেলায় যখন পেট কামড়ায় তখন তারা প্রতিজ্ঞা করে এবারই শেষ, অখাদ্য আর খাবে না। কিন্তু তারা সুস্থ হতে না হতেই এসব ভুলে যায়। আবার আগের মতো খেতে শুরু করে। একদিন হরিপদ তার পিসিমার ঘরে চুনের হাঁড়িকে দইয়ের হাঁড়ি ভেবে হাত দিয়ে মুখে দেওয়ার পরই চিৎকার দিয়ে উঠে! তারপর পিসিমা হরিপদর চিৎকার শুনে এসে দেখে এমন অদ্ভুত কাণ্ড! হরিপদ ও শ্যামাপদর আরো মজার মজার ঘটনা রয়েছে এই বইয়ে।