সংক্ষিপ্ত বিবরন : নকল বাবা-মার কাছে বেড়ে উঠছে রনি। এতে তার খারাপ লাগা নেই। আসল মা-বাবা মারা যাওয়ার পর নকলদের কাছে বড় হচ্ছে সে, এও কী কম পাওনা! তারপরও ওর কিছু খারাপ লাগা আছে। এক গাদা শিক্ষকের কাছে প্রাইভেট পড়া, নাস্তার টেবিলে অভিভাবকদের কঠিন কথা শোনা- এগুলো ওর কাছে বিরক্তিকর। ভাগ্যক্রমে রনির নামে বাবার রেখে যাওয়ার সম্পত্তি ও টাকার পরিমান অনেক বেশি। অনেক মানে, ‘বেশুমার’ লেভেলের বেশি।