সংক্ষিপ্ত বিবরন : বাগদাদের আলি শাকাল, খালিফ ও গরিব কাঠুরেকে নিয়ে মূল গল্প। ধূর্ত নাপিত বড়লোক ছাড়া গরিবের চুল কাটাতো না। আলি শাকাল একদিন কাঠুরের গাধা ভর্তি কাঠের বস্তা এক টাকা দিয়ে ক্রয় করতে চাইলে গরিব কাঠুরে এতে সম্মত হয়। কিন্তু নাপিত আলি শাকালের দাবি গাধার পিঠের গদিটিও তার। কারণ এটিও কাঠের তৈরি! কিছুদিন পর দশ টাকার বিনিময়ে কাঠুরে ও তার সঙ্গীর চুল কাটার প্রস্তাব পেল নাপিত। টাকার লোভে খুব দ্রুত গতিতে কাঠুরের চুল কেটে দিলো। কিন্তু গাধার চুল কাটতে আপত্তি করলো। গাধা কি মানুষের সঙ্গী হতে পারে? বিচারে খালিফ বললো, গাধা যদি মানুষের সঙ্গী না হতে পারে, তাহলে কাঠের বোঝার মধ্যে কি গাধার গদি ধরা যেতে পারে?