সংক্ষিপ্ত বিবরন : আচমকা পবনকে পেয়ে খুশিতে বউটা নিশ্চয় পাগল হয়ে যাবে! দিঘলীর হাটবারের রাত ছাড়া বাড়ি ফেরে না পবন। তাও মাস দেড়মাস পর। সেই সময়টা হয়ে এসেছে। বউটা মনে প্ৰাণে কাল রাতে অপেক্ষা করবে পবনের জন্যে। আজ নয়। খুব চমকে দেয়া যাবে বউটাকে। এ কথা ভেবে মনে মনে বেশ একটা মজা পায় পবন। তারপর কোচড় থেকে বিড়ি বের করে ধরায়।