সংক্ষিপ্ত বিবরন : স্টেশানের বাইরের দিকে, টেলিফোন বক্সের সামনে দাঁড়িয়ে সাবধানে চারদিকে একবার তাকাল বর্ষা। নিজেদের বাড়ির নাম্বার ঘোরাল বর্ষা। একবারেই পেয়ে গেল। ওপাশে টেলিফোন ধরলেন বর্ষার বাবা ওমর। বাবার গলা শোনার সঙ্গে সঙ্গে গলা অসম্ভব মোটা করে ফেলল বর্ষা। অবিকল পুরুষমানুষের কায়দায় বলল, ওমর সাহেব কথা বলছেন? আপনার মেয়ে বর্ষা এখন আমাদের কাছে। বর্ষাকে আমরা কিডন্যাপ করেছি। দুঘণ্টার মধ্যে আশি হাজার টাকা নিয়ে কমলাপুর স্টেশানের কাছে চলে আসুন। কোনও রকম চালাকি করবার চেষ্টা করবেন না।....