সংক্ষিপ্ত বিবরন : স্বাধীনতার আট ন’ বছর পর থেকেই আদম ব্যবসা জমজমাট হয়ে গেছে বাংলাদেশে। আমাদের বয়সী যুবক ছেলেরা, আমাদের চেয়ে কম বয়সী এবং বেশি বয়সী, এমন কী মধ্যবয়সী মানুষজন পর্যন্ত লাইন ধরে যাচ্ছে মিডল ইস্টের বিভিন্ন দেশে। সৌদি-আরব-দুবাই-কাতার-কুয়েত-ইরান, যে যেদিকে পারে যাচ্ছে। লন্ডন, আমেরিকায়ও যাচ্ছে অনেকে। জার্মানি সুইজারল্যান্ড, ফ্রান্সে যাচ্ছে। কানাডায় অস্ট্রেলিয়ায় যাচ্ছে। ঢাকায় প্রচুর ট্রাভেল এজেন্সি তৈরি হয়েছে। একেকটা ট্রাভেল এজেন্সি ঘিরে পাঁচ দশটা আদিম ব্যবসায়ীর আড্ডা। নানা কিসিমের দালাল, নানা কিসিমের ফরিয়া। এক মহাব্যবসা শুরু হয়ে গেছে দেশে। ঘরদুয়ার বিক্রি করে, জমি বিক্রি করে মানুষ চলে যাচ্ছে বিদেশে। গেলেই তো লক্ষ লক্ষ টাকা! দু’ চার বছরের মধ্যে বড়লোক।