সংক্ষিপ্ত বিবরন : ‘মীরবাড়ির কুরসিনামা’ একটি দেহবাদী গল্প। মীরবাড়ির একটি রাতা মোরগের শক্তিকে দেখিয়ে গল্পের চরিত্র মুরশিদা স্বামী আশারাফ মীরকে তার যৌনদুর্বলতা ধরিয়ে দিতে চায়। কিন্তু আশরাফ নিজেকে দুর্বল হিসেবে স্বীকার করেনি। বরং সে রাতাটিকে সামান্ততান্ত্রিক এবং সাম্রাজ্যবাদী হিসেবে চিহ্নিত করে, যেহেতু রাতাটি বাড়ির অন্য মুরগির ওপর আগ্রাসন চালায়। এ গল্পে লেখক সমাজতন্ত্র, মুক্তিযুদ্ধকেও হাজির করেছেন সুন্দরভাবে।