সংক্ষিপ্ত বিবরন : সমকালীন বাংলা সাহিত্যের বাইরে ভিন্ন ভাষার কবিতার প্রতি বাংলাভাষাভাষী পাঠকদের বরাবরই আগ্রহ থাকে। অনেকে একাধিক ভাষা না জানার ফলে আগ্রহ থাকা সত্ত্বেও পাঠ বঞ্চিত থেকে যান। সেই আগ্রহী পাঠকদের তৃষ্ণা মেটাতে রেজা নূর অনুবাদ করেছেন সাম্প্রতিক সময়ে লেখা আমেরিকার কবিতা। বইটিতে মোট ৩৫ জন কবির কবিতা মুদ্রিত হয়েছে। কারো একাধিক কবিতাও স্থান পেয়েছে বইটিতে। প্রেম-দ্রোহ, বিশ্ব নাগরিক ভাবনা ও মনস্তাত্ত্বিক উপস্থাপনের কবিতাগুলো বইটকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।