সংক্ষিপ্ত বিবরন : বড় রাস্তার মোড়ে মোড়ে, গাছের ডালে আর ছোট্ট মফস্বল শহরটিতে যে কটা পাকা দালান আছে সেগুলোর দেয়াল পোস্টারে সয়লাব। লাল নীল সবুজ ঝকঝকে যত রং আছে সব গুলিয়ে যেন লেখা হয়েছে একটি নাম- জনদরদী। চুনি মিয়া। এই এলাকায় তাঁর প্রথম আগমন। এসেছেন রোগাভোগা হতাশ মানুষকে বেঁচে থাকার আশ্বাস দিতে, উৎসাহ যোগাতে। ওমা শুনছ, তিনি আসবেন মেয়েদের হাই স্কুলের মাঠে বক্তৃতা দিতে। সোমা সালেহারা সবাই যাবে। আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে। সখিনা শিমের বিচি বুনিছিল। কোনও সাড়া-শব্দ করছে না দেখে মিতা আবার বললো, কি হলো তোমার? এমন একজন লোক আসছেন যার নামের আগে জনদরদী- সখিনা কথা শেষ হতে না দিয়ে ঘাড় ফেরাল- কারা দিয়েছে?........