সংক্ষিপ্ত বিবরন : আহারে বসেই রাজার মনে পড়েছিল রাজ্যে খাদ্যসংকট তীব্র আকার ধারণ করেছে। পরপর তিন বছর তাঁর রাজ্যে এককণা শস্য উৎপাদন হয়নি। প্রচণ্ড খরায়, অনাবৃষ্টিতে শস্যভূমি ধ্বংস হয়ে গেছে। প্রজাকুল মরেছে অনাহারে। যারা বেঁচেছিল, ধুঁকতে ধুঁকতে তারা সব নগরীর দিকে আসছে! খাদ্য চুরি অসম্ভব রকম বৃদ্ধি পেয়েছে রাজ্যে। খাদ্য ছিনতাই হচ্ছে প্রতিদিন। অপরাধী ধৃত হচ্ছে।