সংক্ষিপ্ত বিবরন : রেডিও আবিষ্কারে স্যার জগদীশ চন্দ্র বসু ও গুগ্লিয়েলমো মার্কোনি সহ আরো অনেক বিজ্ঞানী জড়িত। এই রচনায় উঠে এসেছে তাদের অবদান। রেডিও’র মাধ্যমে সকল শ্রেণির জনগণ নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও আর্থসামাজিক বিষয়ে সচেতন হয়ে ওঠে। সল্পমূল্য ও সহজে বহনযোগ্যের কারণে তথ্য, শিক্ষা ও বিনোদনের প্রধান উৎসে পরিণত হয়। ইন্টারনেটসহ বিভিন্ন প্রযুক্তির উত্থানের ফলে রেডিও’র উপযোগিতা সাময়িকভাবে স্তিমিত হয়ে গেলেও এদেশে একুশ শতকে রেডিও’র এফ.এম. প্রযুক্তির আবির্ভাবে এই মাধ্যমটি নতুন করে প্রাণ ফিরে পায়। সেই সঙ্গে ইন্টারনেট ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বর্তমান রেডিও সম্প্রচার গতিশীল হয়েছে। রেডিও’র সূচনা থেকে উপমহাদেশ তথা বাংলাদেশের বিভিন্ন বেতার কেন্দ্রের ইতিহাসের বিবরণ রয়েছে এই বইটিতে।