সংক্ষিপ্ত বিবরন : ঠাকুরমার ঝুলি পড়েননি এমন বাঙালি-বাংলা ভাষাভাষী খুঁজে পাওয়া কঠিন হবে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরমার ঝুলির অকুণ্ঠ প্রশংসা করেছেন যে এত খাঁটি দেশী জিনিস মনে হয় আর নেই, বাস্তবেও তাই। আমাদের বাংলা ভাষাভাষীদের একেবারে রক্তের ভেতরে মিশে থাকা এইসব ব্যাঙ্গমা ব্যাঙ্গমি, রাজকন্যা রাজপুত্র, ময়ূরপঙ্খি নাও। এই অসাধারণ লােক-রুপকথা নিয়ে ঢাকা কমিক্সের একটি উদ্যোগ এই 'নীলকমল আর লালকমল' কমিক্সটি। কমিক্সটি নিয়ে একটা কথা না বললেই না সেটা হল এখানে কিন্তু একেবারে মূল গল্পটি হুবহু বলা হয়নি। এই যুগের বাচ্চারা অতি যুক্তিবাদী, আমরা যেরকম সব কিছু নিয়ম ধরে নিতাম তারা কিন্তু সেখানে প্রশ্ন করা শিখেছে, তাই মূল গল্প ধরে কিছুটা অন্যরকম করে কমিক্সটা করা হয়েছে। এই দুরূহ কাজটা করেছে এ সময়ের দুর্দান্ত আঁকিয়ে আসিফুর রহমান। তাকে অভিনন্দন। আশা করি সামনে আমরা এই সিরিজের আরাে বই নিয়ে আসবাে।