সংক্ষিপ্ত বিবরন : অত্যন্ত তীক্ষ্ম চোখে তাকালো সে এবার আমার দিকে। সারা মুখ আচ্ছন্ন হয়ে এসেছে ঘৃণায়। সেই দৃষ্টির কাছে কেমন যেন সঙ্কুচিত অর্থহীন হয়ে এল আমার আস্ফালন। এতক্ষণে ভালো করে তাকালুম তার দিকে! শাড়িতে, গয়নাতে ধনীর দুলালীরা যেমন জাঁকজমকশীলা হয়ে থাকে সেও থাকতো তেমনি কিন্তু সেই শুভ্ৰ সুন্দর দেহ আজ নিরাভরণ। শাড়িতেও আজ নেই জমকালো রং, নিষ্কলঙ্ক সন্ন্যাসিনী রূপ ...। স্টুডিও রুমের রং-এর দুনিয়ায়, কলিং বেলের সোনালী পর্দায় এতকাল তার প্রতিবিম্বই দেখেছি, আসল রূপকে যেন চেনাই হয়নি আজও।