সংক্ষিপ্ত বিবরন : আমাদের মহান মুক্তিযুদ্ধে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে কীভাবে জড়িয়ে গিয়েছিলেন, কে কীভাবে নিজেকে তৈরি করেছিলেন স্বাধীনতাকামী মানুষ হিসেবে, তিনটি ঘটনার মধ্য দিয়ে ইমদাদুল হক মিলন তুলে ধরেছেন সেই সব সোনার মানুষকে। একজন দুর্ধর্ষ ডাকাত কীভাবে হয়ে ওঠেন অসাধারণ এক দেশপ্রেমিক, কয়েকজন কিশোরকে নিয়ে এক মধ্যবয়সী মানুষ কীভাবে তৈরি করেন অন্যরকম একদল মুক্তিযোদ্ধা আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কীভাবে যুদ্ধ করেন মুক্তিযুদ্ধের সময় কুড়িয়ে পাওয়া শিশুটিকে নিয়ে, সব মিলিয়ে এই উপন্যাস।