সংক্ষিপ্ত বিবরন : তখন সবে বিশ্ববিদ্যালয়ের বিরাট প্রাঙ্গণে পা পড়েছে। বয়েসটা কাঁচা, মনটা রঙিন, ধারণাটা কাল্পনিক। মফস্বল শহর থেকে রাজধানীতে নতুন পড়তে গেছি। মায়ের সাবধানী বুলিগুলো কানের কাছে তখন জীবন্ত হয়ে বাজে, ‘ছেলেদের সঙ্গে মিশতে যেয়ে না, সতর্ক হয়ে পথ চলো, বংশ মর্যাদার কথা হামেশা মনে রেখো।’ কি মতে, কি আদর্শে কোনও পথেই যাতে ঘরের সতী, লক্ষ্মী মেয়ের নমনীয়তা সরলতা কলেজী লাইফেই না হারাই তার জন্যে বাবা মা দুজনের কাছ থেকেই হপ্তায় একটি করে সতর্কলিপি পাচ্ছি।