সংক্ষিপ্ত বিবরন : ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝেই স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর’ শেখ ফজলল করিম এই অমর পংক্তির রচয়িতা। যিনি তার বিভিন্ন রচনায় নিজেকে উজ্জ্বল করে রেখেছেন বাংলা ভাষা ও সাহিত্যে। মূলত তার রচনায় গুরুত্ব পেয়েছে ধর্ম ও দর্শন। ‘মুক্তি-পথ’ গ্রন্থটিও তার তেমনই একটি রচনা। যেখানে কোরআন-হাদিসের আলোকে মানব মুক্তির দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।